Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা রিসোর্স  সেন্টার,নাটোর সদর,নাটোর।


ভবিষ্যৎ পরিকল্পনা:


ভবিষ্যৎ পরিকল্পনা:

কোভিড-১৯ পরিস্থিতির ফলে যে শিখণ ঘাটতি হয়েছে তা প্রত্যাশিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত একাডেমিক চাহিদা পূরনের লক্ষ্যে মুখোমুখি ও ভার্চুয়াল প্লাটফর্মে সহযোগিতা প্রদান করা।

ভার্চুয়াল প্রশিক্ষণ গ্রহণ ও পরিচালনায়সকল শিক্ষকের সক্ষমতা বৃদ্ধি করা।

PEMIS software এ প্রশিক্ষণপ্রাপ্ত সকল শিক্ষকের তথ্য উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় পূর্বক তাৎক্ষণিক হালনাগাদ করা।

প্রশিক্ষণ ডাটাবেজ তৈরি ও সেই আলোকে শিক্ষক ডেপুটেসন প্রদানে সহায়তা করা।

সকল শিক্ষককে ICTউপকরণের ব্যবহার সম্পর্কে ধারনা দেওয়া।

SMART বাংলাদেশ বিনির্মান ও ৪থ© শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পকে© শিক্ষকগণকে সার্বিক সহায়তা করা।

শ্রেণিভিত্তিক সকল বিষয়ের বিষয়ভিত্তিক উপকরণের তালিকা প্রণয়ণ ও বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করা।

সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে যে কোন সরকারি কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।


২০২৩ - ২০২অর্থবছরেরসম্ভাব্যপ্রধানঅর্জনসমূহ:


নতুন ‍শিক্ষাক্রম বাস্তবায়ন এবং সে আলোকে ১ম ও ২য় শ্রেণির ধারাবাহিক মূল্যায়ন;

একাডেমিক চাহিদা পূরণে শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ প্রদান;

মানসম্মত একাডেমিক তত্বাবধান ও শিক্ষকগণকে ফলাবর্তন প্রদান;

সকল শিক্ষককে ভার্চুয়াল প্রশিক্ষণ গ্রহণ ও পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান;

PEMIS software এ তথ্য হালনাগাদ পূর্বক বিদ্যালয়ভিত্তিক শিক্ষকগণের প্রশিক্ষণ ডাটাবেজ সম্পন্ন করা;

শিক্ষকযোগ্যতার পরদর্শিতার সূচকের আলোকে শিক্ষকগণের প্রশিক্ষণ চাহিদার ডাটাবেজ তৈরী করা;

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগযোগ প্রযুক্তির ব্যবহার;

ভার্চুয়াল প্লাটফর্মেডিজিটাল কনটেন্ট ভিত্তিক পাঠদানের জন্য শিক্ষকগণকে সহায়তা প্রদান;

সকল শ্রেণির বিষয়ভিত্তিক উপকরণের তালিকা প্রণয়ন, উপকরণ তৈরি/সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় উপকরন সহযোগে জীবন ঘনিষ্ঠ পাঠদানে সহায়তা প্রদান;

সকল একাডেমিক তত্বাবধায়কগণের মধ্যে সমন্বয়পূর্বক পরিদর্শন কার্যক্রম ফলপ্রসূ ও জোরদার করা।